kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

সাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৪১

কালের কণ্ঠ অনলাইন   

২৫ সেপ্টেম্বর, ২০১৮ ১২:২০ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরায় বিশেষ অভিযানে আটক ৪১

সাতক্ষীরায় বিশেষ অভিযানে ৪১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (২৪ সেপ্টেম্বর)  সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।

আটকরা হলেন সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়া থানা থেকে সাতজন, তালা থানা থেকে চারজন, কালিগঞ্জ থানা থেকে পাঁচজন, শ্যামনগর থানা থেকে ছয়জন, আশাশুনি থানা থেকে ছয়জন, দেবহাটা থানা থেকে একজন ও পাটকেলঘাটা থানা থেকে দুইজন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান বিষয়টি নিশ্চিত করেছে। আটকদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে রয়েছে বলে জানান তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা