kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

ত্রিশালে জঙ্গিবাদ বিরোধী মা সমাবেশ ও মীনা দিবস পালিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ২১:২৪ | পড়া যাবে ১ মিনিটেত্রিশালে জঙ্গিবাদ বিরোধী মা সমাবেশ ও মীনা দিবস পালিত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ১৮১টি প্রাথমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ বিরোধী মা সমাবেশ ও মীনা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দুপুরে উপজেলা ভাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোফাজ্জল হোসাইন।

উপজেলা শিক্ষা অফিসার নুর মোহাম্মদের সভাপতিত্বে উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহির আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন খান, ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদ, কাঁঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, ধানীখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান, যমুনা টিভি ময়মনসিংহ বুরো প্রধান হোসাইন শাহীদ, ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান প্রমূখ।

মন্তব্যসাতদিনের সেরা