kalerkantho

মঙ্গলবার । ১৯ নভেম্বর ২০১৯। ৪ অগ্রহায়ণ ১৪২৬। ২১ রবিউল আউয়াল ১৪৪১     

খেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০৪:৩৯ | পড়া যাবে ১ মিনিটেখেলার সময় বিদ্যুতের তারে জড়িয়ে শিশুর মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুতের তারে জড়িয়ে জুবায়ের (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার দুপুরে উপজেলার ধোপাঘাট গ্রামে। নিহত শিশু ধোপাঘাট গ্রামের দুলাল উদ্দিনের ছেলে ও স্থানীয় ব্র্যাক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর ১টার দিকে ধোপাঘাট গ্রামের দুলাল উদ্দিনের ছেলে জুবায়ের পাশের বাড়ির পোল্ট্রি ফার্মের কাছে খেলতে যায়। এ সময় বিদুৎতের তারে জড়িয়ে ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয় ইউপি চেয়ারম্যান সাহাবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মন্তব্যসাতদিনের সেরা