kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

মাদক আত্মসাতের অভিযোগে

শিবগঞ্জ থানার দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:২৮ | পড়া যাবে ১ মিনিটেশিবগঞ্জ থানার দুই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

অভিযানে আটককৃত মাদক আত্মসাতের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার দুই পুলিশ সদস্যকে শনিবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত দুই পুলিশ সদস্য হলেন, শিবগঞ্জ থানার এসআই আইনুল ও এএসআই বাবুল। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৩০০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর আলম নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন শিবগঞ্জ থানার এসআই আইনুল ও এএসআই বাবুল। পরে মাত্র ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে বাদী হয়ে মামলা দায়ের করে এসআই আইনুল। বাকি ফেনসিডিলগুলো তারা নিজের হেফাজতে রেখে দেন। ঘটনাটি জানাজানি হয়ে গেলে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রাথমিক তদন্ত করে এর সত্যতা পান। পরে মাদক আত্মসাতের অভিযোগে শনিবার এসআই আইনুল ও এএসআই বাবুলকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এই ঘটনায় এসআই আইনুল ও এএসআই বাবুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা