kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

কাল ফরিদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

২৩ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৩৮ | পড়া যাবে ২ মিনিটেকাল ফরিদপুর জেলা জাতীয় পার্টির সম্মেলন

আগামীকাল সোমবার ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল ১০টায়  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করবেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় কৃষক পাটির সভাপতি মো. সাইদুর রহমান টেপা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর'র সভাপতি এস এম ফয়সাল চিশতী, জাতীয় পার্টির চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটনসহ কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি ফরিদপুর জেলার সভাপতি নাজমুল হাসান নসরু এবং পরিচালনা করবেন জাতীয় পার্টি ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া।

জেলা জাতীয় পার্টির সহকারী সাধারণ সম্পাদক গাজী শফিকুর রহমান স্বপন বলেন, 'জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ বছর সম্মেলন হচ্ছে। এতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও উজ্জীবিত। আমরা সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছি।' 

মন্তব্যসাতদিনের সেরা