kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

নীলফামারীতে চিকিৎসাধীন অজ্ঞাতনামা বাক প্রতিবন্ধী যুবক

স্বজন খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ

নীলফামারী প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৮ ২০:১৩ | পড়া যাবে ১ মিনিটেস্বজন খুঁজছে হাসপাতাল কর্তৃপক্ষ

নীলফামারী সদর আধুনিক হাসপাতালে ১৫ দিন ধরে চিকিৎসাধীন আছে বাক প্রতিবন্ধী অজ্ঞাত এক যুবক। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবককে গত ৭ সেপ্টেম্বর রাতে সজ্ঞাহীন অবস্থায় হাসপাতালে ভর্তি করে পুলিশ।

নীলফামারী সদর আধুনিক হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আসাদ আলম বলেন, ৭ সেপ্টেম্বর রাতে পুলিশের টহল দলের সদস্যরা তাকে অচেতন অবস্থায় এনে ভর্তি করে। এরপর থেকে তার চিকিৎসা চলছে। সে বর্তমানে সুস্থ হলেও কথা বলতে না পারায় পরিচয় পাওয়া যাচ্ছে না। গত ১৫ দিনে তার কোনো আত্মীয় স্বজনও হাসপাতালে যোগাযোগ করেনি।

তিনি জানান, পুরুষ ওয়ার্ডের ১৫ নম্বর বিছানার পাশে মেঝের ওপরে রয়েছে সে। ধারণা করা হচ্ছে কেউ তাকে নেশাগ্রস্ত করে ফেলে রেখেছিল।

সদর থানার উপ-পরিদর্শক পলাশ কান্তি রায় বলেন, গত ৭ সেপ্টেম্বর রাতে তাকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ধারে জেলা সদরের চড়াইখেলা ইউনিয়নের শেখের মসজিদ এলাকায় অচেতন অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করা হয়। এ সময় তার পড়নে ছিল লাল চেক শার্ট ও কালো ফুল প্যান্ট। তার আনুমানিক বয়স ৩০ বছর।

মন্তব্যসাতদিনের সেরা