kalerkantho

ফরিদপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল জাগ্রত বিবেক

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ সেপ্টেম্বর, ২০১৮ ১৩:৫৩ | পড়া যাবে ২ মিনিটেফরিদপুরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করল জাগ্রত বিবেক

ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের রঘুনন্দনপুর -কোমরপুর হেরিংবন্ড সড়কের সংস্কার কাজ করে দিল   জনকল্যাণমূলক সংগঠন জাগ্রত বিবেক এর সদস্যরা। 

জানা গেছে, ওই সড়কের (মুসলিম মিশন কলেজের পেছনে) হাজীবাড়ি সংলগ্ন এলাকার প্রায় ৩০ মিটার অংশ গত চার মাস আগে ধসে যায়। ধসে যাওয়া অংশে প্রায় আট মিটার গর্ত সৃষ্টি হয়। এতে ওই সড়কে রিকশা ও অটোবাইক বা মোটরসাইকেল চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি এলাকার লোকজন ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের পায়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছিল। মানুষের দুর্ভোগ কমাতে আজ শনিবার সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্থার কাজ করতে এগিয়ে আসে জাগ্রত বিবেকের সদস্যরা। 

এ বিষয়ে জাগ্রত বিবেকের প্রধান সমন্বয়কারী মো. কুদ্দুসুর রহমান জানান, প্রায় চার মাস আগে বৃষ্টির পানিতে ওই সড়কের দৈর্ঘ্যে প্রায় ৩০ মিটার ও  আট মিটার অংশ গভীর হয়ে ধসে যায়। এতে ওই সড়ক দিয়ে চলাচলে মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জাগ্রত বিবেকের সদস্যরা স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারে এগিয়ে আসে। সড়কের ওই অংশটি সংস্কার করতে প্রয়োজন হয় ১৫০ বস্তা বালু, ইট ও পিভিসি পাইপ। জাগ্রত বিবেকের ৪১ জন সদস্য এবং মুসলিম মিশনের ২০ স্বেচ্ছাশ্রমীসহ এলাকাবাসির সহযোগিতায় সড়কটি সংস্কার করা সম্ভব হয়েছে। 

তিনি বলেন, এখন ওই সড়কে নির্বিঘ্নে চলাচল করা যাবে। কারো কোনও দুর্ভোগ হবে না।

মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন বলেন, এটি নিঃসন্দেহে একটি  প্রশংসনীয় উদ্যোগ। যুবশক্তিকে কাজে লাগিয়ে ভাল কাজ করার সুয়োগ এখনও ফুরিয়ে যায়নি। এ ঘটনা তার প্রমাণ। 

তিনি বলেন, এসব ভাল কাজে আমাদের অংশগ্রহণ থাকলে ওরা আরও কাজ করতে উৎসাহ বোধ করবে। এভাবে সকলে মিলে আমরা এলাকার অনেক সমস্যার সমাধান করতে পারি। 

মন্তব্যসাতদিনের সেরা