kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

বাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

মোল্লারহাট (বাগেরহাট) প্রতিনিধি   

২২ সেপ্টেম্বর, ২০১৮ ১২:০৩ | পড়া যাবে ১ মিনিটেবাগেরহাটে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ১৬

বাগেরহাটের মোল্লারহাটে দুই যাত্রীবাহী বাসের মুখমুখি সংর্ঘষে গ্রীন লাইন পরিবহনের হেলপার শাহাদাত হোসেন (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পরিবহনের ১৬ জন যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহাদাত রূপসা উপজেলার শ্রিফলতলা গ্রামের কামাল হোসেনের পুত্র।

এ ব্যাপারে কাটাখালী হাইওয়ে থানার এসআই শেখ জামাল ও স্থানীয়রা জানান, খুলনা-ঢাকা মহাসড়কের মোল্লারহাট এলাকায় খুলনা থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের সাথে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী দিদার পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় ঘটনাস্থলেই গ্রীন লাইন পরিবহনের হেলপার নিহত হয়। 

তারা আরো জানান, উভয় পরিবহনের ১৬ জন যাত্রী আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক বাস দুটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

মন্তব্যসাতদিনের সেরা