kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

পবিত্র আশুরা পালিত বেনাপোলে

বেনাপোল (যশোর) প্রতিনিধি    

২১ সেপ্টেম্বর, ২০১৮ ২০:২৬ | পড়া যাবে ১ মিনিটেপবিত্র আশুরা পালিত বেনাপোলে

যশোরের বেনাপোলে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র আশুরা পালিত হয়েছে। শিয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ বিভিন্ন ব্যানার,  ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে র‌্যালি, সমাবেশ ও আলোচনাসভায় অংশ নেয়।

শার্শা উপজেলা শিয়া সম্প্রদায়ের নেতা ইকবাল হোসেন শান্তির নেতৃত্বে বিশাল একটি র‌্যালি বেনাপোল বল্ড ফিল্ড থেকে শুরু হয়ে চেকপোস্ট পর্যন্ত প্রদক্ষিণ করে। হায় হোসেন হায় হোসেন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা এমন আহ্বানে পালিত হয় দিনটি।

শার্শা উপজেলা ইমাম মেহেদী ফাউন্ডেশনের আয়োজনে হযরত মুহম্মদ (স.) এবং হাসান হোসেনসহ রসুল পরিবারের জীবনাদর্শন নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ভক্তরা আবেগাপ্লুত হয়ে ওঠে।

আলোচনাসভায় বক্তব্য দেন মাস্টার আয়ুব হোসেন, আনারুল ইসলাম, আতিয়ার রহমান, বাবলু হোসেন, মোশারফ হোসেন প্রমুখ। 

মন্তব্যসাতদিনের সেরা