kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ১৪:৪২ | পড়া যাবে ১ মিনিটেহবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে প্রাইভেটকার চাপায় সুমা আক্তার (১২) নামে এক স্কুলছাত্রী মারা গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুমা নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দরগাপাড়া গ্রামের শাহ দিলাওয়ার মিয়ার কন্যা ও গাবদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকালে প্রাথমিক শিক্ষা সমাপনীর মডেল টেস্ট পরীক্ষা দিতে মুড়াউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে যায় সুমা। বিকেলের দিকে পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশে রওয়ানা দেয় সে। স্কুলের পাশেই মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি প্রাইভেটকার সুমাকে চাপা দেয়। এতে তার মাথা থেতলে যায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা