kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

গফরগাঁওয়ে নির্বাহী প্রকৌশলীর স্মরণে আলোচনা সভা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০৩:২২ | পড়া যাবে ১ মিনিটেগফরগাঁওয়ে নির্বাহী প্রকৌশলীর স্মরণে আলোচনা সভা

ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সদ্য প্রয়াত নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে নবনির্মিত পৌর ভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন।

পৌর সচিব জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, প্যানেল মেয়র শাহজাহান সাজু, ঠিকাদার মাহতাব উদ্দিন সাদেক, পৌর কাউন্সিলার ফয়জুর রহমান জীবন, আরিফুল ইসলাম ভূঁইয়া, পৌর সচিব জাহাঙ্গীর আলম, পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে ঠিকাদার ও পৌর কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

মন্তব্যসাতদিনের সেরা