kalerkantho

ভুটানের অর্থসচিবের বেনাপোল কাস্টমস ও বন্দর পরিদর্শন

বেনাপোল (যশোর) প্রতিনিধি   

২১ সেপ্টেম্বর, ২০১৮ ০১:৫৪ | পড়া যাবে ১ মিনিটেভুটানের অর্থসচিবের বেনাপোল কাস্টমস ও বন্দর পরিদর্শন

আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ বন্দর উন্নয়নসহ দু‘দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের অংশ হিসাবে বৃহস্পতিবার বিকালে ভুটানের অর্থ সচিব নীম দর্জিন এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউজ পরিদর্শন করেছেন।

এ সময় বাংলাদেশ ভারত ও ভুটানের প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন শেড ইয়ার্ড ও কাস্টমস এলাকা পরিদর্শন করেন।

পরে কাস্টমস কমিশনারের অফিস রুমে বন্দর, কাস্টমস ও বন্দরের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। বেনাপোল বন্দর ও কাস্টমসের বিভিন্ন উন্নয়ন অগ্রগতি ও বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে ডকুমেন্টারি দেখানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন যশোর কাস্টমস কমিশনার মো. শওকাত হোসেন, বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার শাকিলা পারভীন, ডেপুটি কমিশনার জাকির হোসেন, সহকারি কমিশনার উত্তম চাকমা, ভারতীয় পেট্রাপোল কাস্টমসের সহকারী কমিশনার ল সঙ্গিত, বন্দর পরিচালক আমিনুল ইসলাম, বাংলাদেশ-ভারত চেম্বার অব কমার্সের বন্দর কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

দু‘দেশের মধ্যে বাণিজ্যকে গতিশীল ও সম্প্রসারণে বিভিন্ন আলোচনা করা হয় বলে জানান কাস্টমস কমিশনার মো. শত্তকাত হোসেন। 

মন্তব্যসাতদিনের সেরা