kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

মাগুরায় মুক্ত জলাশয়ে ছাড়া হলো আড়াই হাজার মাছের পোনা

মাগুরা প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৫০ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় মুক্ত জলাশয়ে ছাড়া হলো আড়াই হাজার মাছের পোনা

মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাগুরা শালিখা উপজেলার ফটকী নদীর আড়পাড়া ঘাটে  বৃহস্পতিবার বিভিন্ন প্রজাতির আড়াই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

অল্টারনেটিভ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ-এডিআই এর উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন শালিখা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রসুল।

আয়োজক সংস্থা এডিআইয়ের আঞ্চলিক ব্যবস্থাপক আলিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরজ আলী বিশ্বাস, এ ডি আই সংস্থার মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম চৌধুরী ও কৃষি কর্মকর্তা গোলাম সারোয়ারসহ বিপুল সংখ্যক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা