kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

পাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন

পাবনা প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৪৮ | পড়া যাবে ১ মিনিটেপাবনায় পদ্মা নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন

প্রতীকী ছবি।

পাবনার চর তারাপুর ইউনিয়ন সংলগ্ন পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চর তারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী এলাকায় নৌকাডুবির ঘটনাটি ঘটে।

 
চর তারাপুর ইউনিয়নেরর চেয়ারম্যান রবিউল হক নৌকাডুবি ঘটনার সংবাদ নিশ্চিত করে কালের কণ্ঠকে জানান, এদিন দুপুর ২টার দিকে দীঘিগোহাইলবাড়ী থেকে আটজন যাত্রী নিয়ে ছোট্ট একটি নৌকা নদীর অপরপাড়ে ভাদুরডাঙ্গি ঘাটের দিকে রওয়ানা হয়।

যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই প্রবল স্রোতের টানে নৌকাটি উল্টে যায়। নৌকার পাঁচযাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও হাশেম (৫০), বিপুল ও নাঈম নামের দুই শিশুর কোনো সন্ধান পাওয়া যায়নি।
 
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এদিন দুপুর পৌনে ৩ টায় জানান, নৌকাডুবির ঘটনায় স্থানীয়রা নদীতে উদ্ধারে নেমেছেন।

পাবনায় কোনো ডুবুরী না থাকায় রাজশাহীতে সংবাদ দেওয়া হয়েছে। রাজশাহীর ডুবুরী দল ইতোমধ্যেই রওনা দিয়েছেন। তারা এসে পৌঁছালে উদ্ধার অভিযান শুরু করা হবে।

 

মন্তব্যসাতদিনের সেরা