kalerkantho

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণপাড়া-বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি   

২০ সেপ্টেম্বর, ২০১৮ ০২:০২ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

ছবি: কালের কণ্ঠ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আবদুল্লাহ নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। বুধবার বিকেলে উপজেলার মহালক্ষীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবদুল্লাহ ওই গ্রামের প্রবাসী পলাশ মিয়ার পুত্র।

জানা যায়, বুধবার বেলা ৩টার দিকে শিশু আবদুল্লাহ খেলারছলে সকলের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকে। 

পরে বিকাল সাড়ে ৪টায় তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা