kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

কওমি মাদরাসার মাস্টার্স সনদের স্বীকৃতি দিতে সংসদে বিল পাস

নিজস্ব প্রতিবেদক   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:১৫ | পড়া যাবে ১ মিনিটেকওমি মাদরাসার মাস্টার্স সনদের স্বীকৃতি দিতে সংসদে বিল পাস

কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান দেওয়ার লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। আজ বুধবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ‘আল হাইআতুল উলয়া লিল-জামআতিল কাওমিয়া বাংলাদেশ বা কওমি মাদ্রাসাসমুহের দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান প্রদান আইন-২০১৮’ নামের বিলটি পাসের আগে জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানোর প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, কওমি মাদরাসার বিপুলসংখ্যক শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের (তাকমিল) সনদকে মাস্টার্স ডিগ্রির (ইসলামিক স্টাডিজ) সমমান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে এ সংক্রান্ত এই বিলটি সংসদে আনা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর সংসদে বিলটি উত্থাপনের পর সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। 
পরীক্ষা-নিরীক্ষা শেষে কমিটি গত ১৬ সেপ্টেম্বর সংসদে প্রতিবেদন জমা দেয়।

মন্তব্যসাতদিনের সেরা