kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জেলায় তিনজনের মৃত্যু

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০২:৫৮ | পড়া যাবে ২ মিনিটেবিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন জেলায় তিনজনের মৃত্যু

প্রতীকী ছবি

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাজীপুর সদর, গাইবান্ধার সাদুল্যাপুর ও যশোরের শার্শায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে— 

গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান মার্শাল হিরো টিটুর মৃত্যু হয়েছে। গতকাল সকালে মহানগরীর কড্ডা ব্রিজ এলাকায় বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এ ঘটনা ঘটে।

নিহত মার্শাল হিরো টিটু ফরিদপুরের মধুখালী থানার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের সেকান্দর আলীর ছেলে। এ ঘটনায় তিনজনকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত ব্যক্তিরা হলেন পল্লী বিদ্যুত্ সমিতির সহকারী জুনিয়র প্রকৌশলী মো. ওয়াহিদুল ইসলাম, মো. নুরুজ্জামান ও গ্রিড-১-এর লাইনম্যান মো. তাজউদ্দীন।

স্থানীয় বাসন থানার এসআই মো. লেবু মিয়া জানান, সকালে গাজীপুর মহানগরীর কড্ডা গ্রিড উপকেন্দ্র সংলগ্ন তুরাগ নদের ধারে খুঁটিতে বিদ্যুতের কাজ সেরে নামার সময় টিটু বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

গাইবান্ধার সাদুল্যাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর প্রামাণিক মন্টু (৬০) নামের এক কাঠ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর ওই গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে।

জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে গোয়ালঘর পরিষ্কার করার সময় তিনি পানির জন্য বিদ্যুৎচালিত পাম্প চালু করতে যান। সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের শার্শা উপজেলার গোড়পাড়া গ্রামের কুমোরপাড়া এলাকায় গাছ পরিষ্কার করার সময় হোসেন আলী (৫৫) নামের এক গাছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন। গতকাল সকালে উপজেলার গোড়পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হোসেন আলী ওই গ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।

জানা গেছে, নারকেলগাছের একটি পাতা পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে পড়ে ছিল। পাতাটি সরাতে গেলে হোসেন আলী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ হোসেন আলীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা