kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সচেতনতা কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার   

১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০২:২২ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে সড়ক দুর্ঘটনায় সচেতনতা কর্মসূচির উদ্বোধন

ছবি: কালের কণ্ঠ

সড়ক দুর্ঘটনা কমানোর লক্ষ্যে সচেতনতা সৃষ্টির এক কর্মসূচি গতকাল মঙ্গলবার থেকে কক্সবাজারে শুরু করা হয়েছে। বিভিন্ন যানবাহনে ‘নিরাপদে গাড়ি চালাই, নিজে বাঁচি অন্যকে বাঁচাই’ শিরোনামের স্টিকার লাগানোর মাধ্যমে গতকাল কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

নিজের গাড়িতে স্টিকার লাগিয়ে জেলা প্রশাসক কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে সরকারিসহ বিভিন্ন ব্যক্তিগত যানবাহনে স্টিকার লাগানোর কাজে উদ্বুদ্ধ করেন। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে আজ এ কর্মসূচির শুরু করা হয়। জেলা প্রশাসক জানান, কক্সবাজার জেলার ৮টি উপজেলাব্যাপী ১৫ হাজার এরকম স্টিকার বিভিন্ন যানবাহনসহ গুরুত্বপূর্ণ স্থানে লাগিয়ে প্রদর্শনের জন্য সরবরাহ দেয়া হবে।

মন্তব্যসাতদিনের সেরা