kalerkantho

বুধবার । ২০ নভেম্বর ২০১৯। ৫ অগ্রহায়ণ ১৪২৬। ২২ রবিউল আউয়াল ১৪৪১     

ঘিওরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৯:৩৬ | পড়া যাবে ১ মিনিটেঘিওরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

মানিকগঞ্জের ঘিওরে বিলে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে সাগর মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর মিয়া এক সন্তানের জনক ও একজন স্টুডিও ব্যবসায়ী।

গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে এগারটার দিকে এ ঘটনা ঘটে। সে উপজেলার বীর সিংজুরী এলাকার আমীরুদ্দীন মুন্সীর ছেলে।

নিহতের বড় ভাই নুরুল ইসলাম জানান, বাড়ির পাশে ছোট বিলে রাত ১০টার দিকে ট্যাটা দিয়ে মাছ ধরতে যায় সাগর। কিছক্ষণ মাছ ধরার পর হঠাৎ তাকে সাপে কামড়ে দিলে তাৎক্ষণিক বাড়ি ফিরে আসে। পরে বাড়ির সবাই তাকে দ্রুত মানিকগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে ডা. এর পরার্মশে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মন্তব্যসাতদিনের সেরা