kalerkantho

সোমবার । ২১ অক্টোবর ২০১৯। ৫ কাতির্ক ১৪২৬। ২১ সফর ১৪৪১                       

গোপালগঞ্জে পানিতে ডুবে দাদি-নাতির মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩৭ | পড়া যাবে ১ মিনিটেগোপালগঞ্জে পানিতে ডুবে দাদি-নাতির মৃত্যু

গোপালগঞ্জ শহরের চেচানিয়া কান্দি এলাকায় পানিতে ডুবে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, দাদি শুভাষীণি বৈদ্য ও নাতি চমক বৈদ্য।

গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার নাজমুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশের পুকুরে নাতি চমক বৈদ্যকে নিয়ে দাদি শুভাষীণি বৈদ্য গোসল করতে যায়। চোখের অলক্ষ্যে নাতি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধারে দাদিও পানিতে ঝাপ দিয়ে ডুবে যায়। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়। পরে হাসপাতালে কর্তব্যরত ডাক্তার তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

মন্তব্যসাতদিনের সেরা