kalerkantho

রবিবার । ২০ অক্টোবর ২০১৯। ৪ কাতির্ক ১৪২৬। ২০ সফর ১৪৪১                

যশোরে ইয়াবাসহ সরকারি কর্মকর্তাসহ আটক ৩

যশোর অফিস   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৮:৩০ | পড়া যাবে ২ মিনিটেযশোরে ইয়াবাসহ সরকারি কর্মকর্তাসহ আটক ৩

যশোরে এক হাজার পিস ইয়াবাসহ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে এস এম ফরিদ আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। অন্য দুইজন হচ্ছে তার স্ত্রী তামান্না আক্তার পলি ও শ্যালক আল আমিন।

যশোর কোতোয়ালী থানার ওসি অপূর্ব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে যশোর শহরতলীর ঝুমঝুমপুরের উত্তরপাড়ার রাজুর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া এস এম ফরিদ ও তার স্ত্রী শ্যালককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইসাথে ফরিদ আহমেদের কাছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের একটি পরিচয়পত্র পাওয়া যায়। আটক এস এম ফরিদ আহমেদ নিজেকে ওই মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

ওসি আরো জানান, ফরিদ নিয়মিত কক্সবাজারে যান। সেখান থেকে ইয়াবা এনে যশোরে পলি ও আল আমিনের মাধ্যমে বিক্রি করান। এর সাথে জড়িত চক্রের অন্য সদস্যদের সনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে ওসি জানান।

মন্তব্যসাতদিনের সেরা