kalerkantho

মঙ্গলবার। ২০ আগস্ট ২০১৯। ৫ ভাদ্র ১৪২৬। ১৮ জিলহজ ১৪৪০

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি   

১৮ সেপ্টেম্বর, ২০১৮ ১৫:৪১ | পড়া যাবে ১ মিনিটেকালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঝিনাইদহের কালীগঞ্জ থানার নবাগত ওসি ইউনুচ আলী নির্দেশে শাহাজাহান মীর (৩৫) ও হাসেম আলী (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে থানার এসআই সুজাত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সুগারমিল সংলগ্ন বাবরা রোড থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে থানা পুলিশ অভিযানে নেমেছে। অভিযানের অংশ হিসেবে ৫০ গ্রাম গাঁজাসহ গোমরাইল গ্রামের ইছাহক মীরের ছেলে শাহজাহান মীর ও একই গ্রামের মৃত সৈয়দ আলীর মণ্ডলের ছেলে হাসেম আলী মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা