kalerkantho

শুক্রবার  । ১৮ অক্টোবর ২০১৯। ২ কাতির্ক ১৪২৬। ১৮ সফর ১৪৪১              

মাগুরায় ইয়াবা উদ্ধার, বিজিবি সদস্যসহ আটক ২

মাগুরা প্রতিনিধি    

২১ জুন, ২০১৮ ১৯:২০ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় ইয়াবা উদ্ধার, বিজিবি সদস্যসহ আটক ২

মাগুরার মহম্মদপুরে ওমর আলী (২৩) নামে এক বিজিবি সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বিনোদপুর বাজার থেকে ৫৪ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। 

জানা গেছে, কক্সবাজারে কর্মরত ওই বিজিবি সদস্য মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া গ্রামের হাফিজার মোল্যার পুত্র। 

এ ব্যাপারে মাগুরা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান জানান, ঈদের ছুটিতে বাড়িতে আসা ওই বিজিবি সদস্য (সিপাহী) আজ বৃহস্পতিবার সকালে একই এলাকার সহযোগী জসিম উদ্দিনকে সাথে নিয়ে মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মাদকসেবীদের কাছে গোপনে ইয়াবা বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজিবি সদস্য ওমর আলীর কাছ থেকে ৫০ পিস ও তার সহযোগী জসিমের কাছ থেকে ৪ পিসসহ মোট ৫৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় ইয়াবা বিক্রির দায়ে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় মহম্মদপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। 

মন্তব্যসাতদিনের সেরা