kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

অতিরিক্ত ভাড়া আদায়

লক্ষ্মীপুরে তিন বাসকে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১৯ জুন, ২০১৮ ১৫:৩০ | পড়া যাবে ১ মিনিটেলক্ষ্মীপুরে তিন বাসকে জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে লক্ষ্মীপুরে তিনটি বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রামগামী বাস থামিয়ে যাত্রীদের জিজ্ঞাসা করলে বাড়তি টাকা নেওয়ার প্রমাণ  পান ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার (১৯ জুন) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজাহান আলী ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খবিরুল আহসান অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলা প্রশাসন সূত্র জানায়, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এ জন্য ঢাকাগামী ইকোনা, জোনাকি ও চট্টগ্রামগামী শাহী পরিবহনের বাসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রয়েল কোচের টিকেট কাউন্টারের লোকজন পালিয়ে যাওয়ায় কাউন্টারটি সাময়িক বন্ধ করে দেন আদালত।

এ সময় অন্য বাস কাউন্টারগুলোকে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সতর্ক করে দেওয়া হয় । 

মন্তব্যসাতদিনের সেরা