kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি    

১৯ জুন, ২০১৮ ১৪:৫১ | পড়া যাবে ২ মিনিটেলক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১৯ জুন) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করা হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

ঢাকা-লক্ষ্মীপুর লঞ্চ চাই পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

পরিষদের আহ্বায়ক সুপ্রীম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, প্রবীণ আইনজীবী সৈয়দ মো. শামছুল ইসলাম, লক্ষ্মীপুর নৌবন্দর চাই আন্দোলনের আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার রানা প্রমুখ।

কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোক অংশ নেয়। বক্তারা বলেন, পাশের জেলা চাঁদপুরে লঞ্চ সার্ভিস থাকলেও লক্ষ্মীপুর-ঢাকা কোনো লঞ্চ সার্ভিস নেই। সম্প্রতি সরকার জেলাবাসীর সহজ যাতায়াতের জন্য মেঘনা উপকূলীয় এ অঞ্চলে লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দেন। কিন্তু অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়িত  হচ্ছে না। অতি দ্রুত লঞ্চ সার্ভিস চালুর জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। 

মন্তব্যসাতদিনের সেরা