kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

মাগুরা প্রতিনিধি    

১৮ জুন, ২০১৮ ১৫:৫২ | পড়া যাবে ১ মিনিটেমাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৪

মাগুরার পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। আজ সোমবার জেলার শালিখা এবং  গতকাল রবিবার শ্রীপুরের গোয়ালদাহ ও সদরের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শালিখার হরিশপুর গ্রামের বাবা মমতাজ হোসেন, তার শিশুকন্যা সুমাইয়া, শ্রীপুরের গোয়ালদাহ গ্রামের শিশির বিশ্বাস ও সদরের বেলনগর গ্রামের সোহরাব হোসেন।

শালিখা থানার ওসি রবিউল হোসেন বলেন, আজ সোমবার দুপুরে স্ত্রী ও মেয়েকে নিয়ে ভ্যানযোগে আড়পাড়া বাজার থেকে শতখালির দিকে যাচ্ছিলেন মমতাজ। পথে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর তাদের ভ্যানটি উল্টে যায়। এ সময় সোহাগ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদেরকে চাপা দেয়। এতে চারজন আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে বাবা ও মেয়ে মারা যান। আহতদের চিকিৎসা চলছে।

অন্যদিকে, গতকাল রবিবার রাতে শ্রীপুরের গোয়ালদাহ ও সদরের বেলনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশির বিশ্বাস ও সোহরাব হোসেন নামে দুজন ঘটনাস্থলেই নিহত হন।

মন্তব্যসাতদিনের সেরা