kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

বাঘাইছড়িতে জেএসএস সদস্যকে গুলি করে হত্যা

ফজলে এলাহী, রাঙামাটি   

১৮ জুন, ২০১৮ ০০:২৫ | পড়া যাবে ২ মিনিটেবাঘাইছড়িতে জেএসএস সদস্যকে গুলি করে হত্যা

প্রতীকী ছবি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তের গুলিতে নিজ বাড়িতেই সুরেন বিকাশ চাকমা (৫৫) নামে একজন নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় রুপকারী ইউনিয়নে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ।

নিহত সুরেন বিকাশ চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের সদস্য বলে দাবি করেছে সংগঠনটি। তিনি ওই ইউনিয়নের দোখাইয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) প্রসিক বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ’কে দায়ী করেছে। তবে ইউপিডিএফ বরাবরের মতোই তা অস্বীকার করেছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা এ ঘটনায় ইউপিডিএফ দায়ী করে বলেন, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় নিজ বাড়িতে আমাদের কর্মী সুরেনকে হত্যা করে ইউপিডিএফের সন্ত্রাসীরা। তারা পার্বত্য চট্টগ্রামে হত্যা ও ত্রাসের রাজনীতি সৃষ্টি করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর মুখপাত্র মাইকেল চাকমা বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমাদের সম্পৃক্ততা নেই। এটা তাদের নিজের আন্তকোন্দলও হতে পারে। ইউপিডিএফ হত্যার রাজনীতিতে বিশ্বাস করে না।

বাঘাইছড়ির থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপকারী ইউনিয়নে গুলিবিদ্ধ হয়ে একজন নিহতের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।

এর আগে গত শুক্রবার রাঙামাটির লংগদুতে জংগলী চাকমা ও শনিবার খাগড়াছড়িতে বিজয় ত্রিপুরা নামে জেএসএস (এমএনলারমা)’র দুই নেতাকর্মী গুলিতে নিহত হন। 

মন্তব্যসাতদিনের সেরা