kalerkantho


বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

কালের কণ্ঠ অনলাইন   

২৭ মে, ২০১৮ ০৮:২৯বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক বিক্রেতা নিহত

বাগেরহাটের চিতলমারীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার চিংগুরি মোচন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মাদক বিক্রেতার নাম মিঠুন বিশ্বাস (৪৫)। তিনি উপজেলার ওই এলাকার খোকা বিশ্বাসের ছেলে। 

জানা গেছে, পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি, দুই কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এ ঘটনায় নিহত মাদক বিক্রেতা মিঠুনের বিরুদ্ধে ২২টি মামলা রয়েছে।

আজ রবিবার সকালে বন্দুকযুদ্ধের বিষয়টি নিশ্চিত করে চিতলমারী থানার ওসি অনুকূল বিশ্বাস জানান, মাদক বিক্রেতার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।মন্তব্য