kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

মুজিবনগর দিবসে ভোলায় আলোচনাসভা

ভোলা প্রতিনিধি    

১৭ এপ্রিল, ২০১৮ ১৩:৩২ | পড়া যাবে ১ মিনিটেমুজিবনগর দিবসে ভোলায় আলোচনাসভা

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ভোলায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।

বক্তারা ঐতিহাসিক ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের বিভিন্ন গুরুত্ব তুলে ধরে বলেন, বাংলাদেশের প্রশাসনিক  কঠামোর বীজ রোপণ করা হয়েছিল মুজিবনগর সরকারের মাধ্যমে। মহান মুক্তিযুদ্ধকে বেগবান করার জন্য এর গুরুত্ব ছিল অপরিসীম।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাপিন মাহমুদ, উপ-পরিচালক সাধারণ শাখা মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  কামাল হোসেন, ভোলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম হাবিবুর রহমান, ভোলা প্রেস ক্লাবের আহ্বায়ক এম এ তাহের, সাবেক ভোলা জেলা ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, জেলা পরিষদের মহিলা প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ প্রমুখ।

মন্তব্যসাতদিনের সেরা