kalerkantho

রবিবার । ২৫ আগস্ট ২০১৯। ১০ ভাদ্র ১৪২৬। ২৩ জিলহজ ১৪৪০

নীলফামারীতে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি   

১৭ মার্চ, ২০১৮ ১৭:১০ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীতে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

নীলফামারীতে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জম্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার আহ্বায়ক জোনাব আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুদ্দিন বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোস্তাক আহমেদ প্রমুখ।

পরে সেখানে চিত্রাঙ্কন, রচনা, উপস্থিত বক্তৃতা, গল্প বলা ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা ও শিশু মেলা অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও দিবসটি উপলক্ষে সকালে জেলা আওয়ামী লীগ ও জেলা জাতীয় মহিলা সংস্থা নিজ নিজ কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচিতে যোগ দেয়।

মন্তব্যসাতদিনের সেরা