kalerkantho

মঙ্গলবার । ২২ অক্টোবর ২০১৯। ৬ কাতির্ক ১৪২৬। ২২ সফর ১৪৪১              

কক্সবাজারে বাসার ভিতরে বাবা-মা ও দুই মেয়ের মৃতদেহ

কালের কণ্ঠ অনলাইন   

১৭ জানুয়ারি, ২০১৮ ২০:২০ | পড়া যাবে ১ মিনিটেকক্সবাজারে বাসার ভিতরে বাবা-মা ও দুই মেয়ের মৃতদেহ

কক্সবাজার শহরের একটি বাসা থেকে বাবা-মা ও তাদের দুই মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- সুমন চৌধুরী (৩৩), তার স্ত্রী বেবী চৌধুরী (২৮) ও তাদের মেয়ে অর্পিতা চৌধুরী (৫) এবং জ্যোতিকা চৌধুরী (৩)।

এ ব্যাপারে কক্সবাজার সদর থানার ওসি রণজিত কুমার বড়ুয়া জানান, আজ বুধবার সন্ধ্যায় শহরের বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তবে কিভাবে তাদের মৃত্যু হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি তিনি।

ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যা ৭টার বৌদ্ধ মন্দির সড়কের শিয়াইল্ল্যা পাহাড় এলাকার একটি বাসার দরজা ভেঙে দুই শিশুসহ চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হিন্দু সম্প্রদায়ের বলে জানা গেছে।

মন্তব্যসাতদিনের সেরা