kalerkantho

শনিবার  । ১৯ অক্টোবর ২০১৯। ৩ কাতির্ক ১৪২৬। ১৯ সফর ১৪৪১                     

মাদারীপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ

মাদারীপুর প্রতিনিধি    

১৭ জানুয়ারি, ২০১৮ ১৬:৩২ | পড়া যাবে ১ মিনিটেমাদারীপুরে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ

'জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য-দুর্নীতি রুখবেই' এ স্লোগানকে সামনে রেখে মাদারীপুরে পাঁচ শতাধিক শিক্ষার্থীকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় পৌর শহরের আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের শিক্ষার্থীদের এ শপথ পড়ানো হয়।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করতে এই উদ্যোগ নেওয়া হয়।

শপথবাক্য পাঠ করান মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজহারুল ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনাক সদস্য শাহাদাত হোসেন লিটন, টিআইবির এরিয়া ম্যানেজার নাজমুল হোসেন, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ আকমল পিলুসহ ইয়েস গ্রুপের সদস্যরা।

আরো পড়ুন কালকিনিতে পানের বরজে দুর্বৃত্তদের আগুন 

শিক্ষার্থীরা জানায়, এই শপথের মাধ্যমে নিজেকে দুর্নীতি থেকে বিরত রেখে অন্যদেরও দুর্নীতি থেকে বিরত থাকার আহ্বান জানাবে তারা। 

আরো পড়ুন নিরাপদ অভিবাসন বিষয়ে ফরিদপুরে কর্মশালা 

মন্তব্যসাতদিনের সেরা