kalerkantho

শনিবার। ১৭ আগস্ট ২০১৯। ২ ভাদ্র ১৪২৬। ১৫ জিলহজ ১৪৪০

নিরাপদ অভিবাসন বিষয়ে ফরিদপুরে কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৭ জানুয়ারি, ২০১৮ ১৪:১৭ | পড়া যাবে ১ মিনিটেনিরাপদ অভিবাসন বিষয়ে ফরিদপুরে কর্মশালা

বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের উদ্যোগে ফরিদপুরে  নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।

আজ বুধবার সকালে শহরের কমলাপুর এলাকার এনজিও ফোরামের প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আবু রেজাউল করিম।

রূপান্তর পরিচালক মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য দেন অনুপ রায়, নির্মল মজুমদার, আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, আতম আমীর আলী, এস এম তমিজউদ্দিন তাজ প্রমুখ।

আরো পড়ুন ফরিদপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ 

বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে মানুষকে সচেতন  এবং সরকারি ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির সহযোগিতা নিতে হবে। তারা বলেন, মানবপাচার ও চোরাচালান রোধে জনমত গঠনে  সচেতনতা সৃষ্টি করতে হবে। 

আরো পড়ুন ঘুরে দাঁড়াচ্ছেন চাঁদপুরের আলু চাষিরা 

এর আগে নিরাপদ অভিবাসন প্রক্রিয়ার বিষয়টি পটগানের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে তুলে ধরা হয়।

মন্তব্যসাতদিনের সেরা