kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কমলনগরে গ্রাম-পুলিশের সভাপতি ইসমাইল, সম্পাদক শব্দর আলী

লক্ষ্মীপুর প্রতিনিধি   

১৭ জানুয়ারি, ২০১৮ ০০:১৭ | পড়া যাবে ১ মিনিটেকমলনগরে গ্রাম-পুলিশের সভাপতি ইসমাইল, সম্পাদক শব্দর আলী

ছবি: কালের কণ্ঠ

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা গ্রাম-পুলিশের ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মো. ইসমাইল (হাজিরহাট), সাধারণ সম্পাদক শব্দর আলীকে (ফলকন) মনোনীত  হয়েছেন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে কমলনগর থানা প্রাঙ্গনে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন (পাটারিরহাট), সহ-সভাপতি নিজাম উদ্দিন (চর কাদিরা), সহ-সাধারণ সম্পাদক মো. মিজান (ফলকন), সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল (তোরাবগঞ্জ), কোষাধ্যক্ষ মোক্তার হোসেন (হাজিরহাট), কার্যকরী সদস্য- মো. সফিক (চর লরেন্স), আবদুল মালেক (পাটারিরহাট), মিলস্নাত হোসেন (ফলকন) মো. ইউছুফ (হাজিরহাট)।

কমিটি ঘোষণা করেন কমলনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, জেলা গ্রাম-পুলিশের সভাপতি তাজুল ইসলাম।

প্রসঙ্গত, কমলনগর উপজেলার ৯ ইউনিয়নে ৯০ জন গ্রাম-পুলিশ দায়িত্ব পালন করছেন।

মন্তব্যসাতদিনের সেরা