kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

সদরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

১৩ জানুয়ারি, ২০১৮ ১৯:৩৪ | পড়া যাবে ১ মিনিটেসদরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ছবি : কালের কণ্ঠ

ফরিদপুরের সদরপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন সেপটোস ফোর-এর উদ্যোগে দুই শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী। তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মতো একটি প্রশংসনীয় কাজ করেছে সেপটোস ফোর। 
 
আজ শনিবার দুপুরে সদরপুর হাসপাতাল মোড়ের শিকদার টাওয়ারের দ্বিতীয় তলায় সেপটোস ফোর-এর সভাপতি হাওলাদার শামীম আহমেদের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হারিজুর রহমান, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, আজিম নগর ইউনিয়নের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন, ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারী, মিজানুর রহমান শিকদার, তানভীর তুহিন প্রমুখ।
 
 

মন্তব্যসাতদিনের সেরা