kalerkantho

বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড

গোপালগঞ্জ প্রতিনিধি    

১২ জানুয়ারি, ২০১৮ ১৯:৫৪ | পড়া যাবে ১ মিনিটেবঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির আয়োজনে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টা থেকে অলিম্পিয়াডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।

আরো পড়ুন ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নকুল বিশ্বাসের দুই সহশিল্পী নিহত 

প্রতিযোগিতায় গোপালগঞ্জ ও বাগেরহাট জেলার ৩০টি স্কুল ও কলেজের এসএসসি এবং এইচএসসিতে পড়ুয়া প্রায় ২০০ জন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আরো পড়ুন দেশবাসীর উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধামন্ত্রী শেখ হাসিনা 

এ অলিম্পিয়াডে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির প্রতিনিধি প্রফেসর ড. মো. মেজবাহ উদ্দিন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক রিদওয়ানুল হাসান, ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের সহকারী  অধ্যাপক ড. মোছা. হালিমা খাতুন প্রমুখ। পরে বিকেলে প্রধান অতিথি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিজয়ী এসএসসি ও এইচএসসির দুইটি গ্রুপের ২৩ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন।  

মন্তব্যসাতদিনের সেরা