kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

সাতক্ষীরায় অগ্নিকাণ্ডে মু‌দি দোকান ভস্মীভূত

কালের কণ্ঠ অনলাইন   

৬ জানুয়ারি, ২০১৮ ১০:০৫ | পড়া যাবে ১ মিনিটেসাতক্ষীরায় অগ্নিকাণ্ডে মু‌দি দোকান ভস্মীভূত

সাতক্ষীরা জেলার পৌরসভার কুখরালী গ্রা‌মে আগুন লে‌গে এক‌টি মু‌দি দোকান পুড়ে গে‌ছে। বৈদ্যু‌তিক শর্ট সা‌র্কিট থে‌কে এ ঘটনা ঘট‌তে পা‌রে ব‌লে ম‌নে কর‌ছেন দোকান মালিক।

গতকাল শুক্রবার গভীর রা‌তে এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘ‌টে। এতে দুই লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে বলে দাবি করেছেন তিনি।

জানা গেছে, রাত ২টার দি‌কে তার দো‌কা‌নে আগুন লাগার খবর পেলে ‌তি‌নি গি‌য়ে দে‌খেন তার দোকা‌নের ফ্রিজসহ যাবতীয় মালামাল পুড়ে গে‌ছে। প‌রে খবর পেয়ে ফায়ার সা‌র্ভিস ও পু‌লিশ এসে আগুন নিভায়।

সাতক্ষীরা সদর থানার ওসি মারুফ আহ‌মেদ ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

মন্তব্যসাতদিনের সেরা