kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

দুই মালিক সমিতির দ্বন্দ্ব

ঝালকাঠিতে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ

ঝালকাঠি প্রতিনিধি    

৩ জানুয়ারি, ২০১৮ ১৫:৩২ | পড়া যাবে ২ মিনিটেঝালকাঠিতে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ

দুই মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে বরিশালের সঙ্গে বাস চলাচল বন্ধ করে দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি।

আজ বুধবার সকাল ৮টা থেকে ঝালকাঠির রায়াপুর এলাকায় অবস্থান নিয়ে বরিশাল মালিক সমিতির বাস বন্ধ করে দেয় ঝালকাঠি মালিক সমিতি। ফলে বরিশালের সঙ্গে ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, মহেষপুর ও রূপসা মালিক সমিতির সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

বরিশালে যেতে যাত্রীদের চার কিলোমিটার পথ ঘুরে বিকল্প যানে যাতায়াত করতে হচ্ছে। ঝালকাঠি ও বরিশাল বাস ও মিনিবাস মালিক সমিতির দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত এসব রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকবে বলেও ঘোষণা দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি।

ঝালকাঠি বাসমালিক সমিতির নেতৃবৃন্দ জানান, বরিশাল-পটুয়াখালী-বরগুনা-কুয়াকাটা রুটে ঝালকাঠি মালিক সমিতির বাস চলাচল করার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে বরিশালে সমঝোতা বৈঠকের নির্ধারিত তারিখ ছিল। কিন্তু ওই বৈঠকে বরিশাল বাস মালিক সমিতির নেতৃবৃন্দ না আসায় সমঝোতা বৈঠক ভেস্তে যায়। ফলে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বাস মালিক সমিতির দাবি উপেক্ষিত হলে ঝালকাঠি জেলার সড়কে বরিশাল মালিক সমিতির বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এ ছাড়া বরিশালের উদ্দেশে দক্ষিণাঞ্চলের খুলনার রূপসা, বাগেরহাট, মহেষপুর ও পিরোজপুর থেকে ছেড়ে আসা বাসগুলো বরিশালের শেষ সীমানার চার কিলোমিটার আগে ঝালকাঠির রায়াপুরে আটকে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

মন্তব্যসাতদিনের সেরা