kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

ফরিদপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১ জানুয়ারি, ২০১৮ ১৪:৫১ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফরিদপুরে জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে ফরিদপুর শহরের গোয়ালচামট পৌর অডিটোরিয়াম থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াহিয়া, মির্জা জাকির হোসেন, সাঈদুর রহমান, শফিকুর রহমান স্বপন, এ বি এম মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পার্টি জনগণের পক্ষে অবস্থান নিয়ে মহাজোটে শরিক হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা