kalerkantho

বৃহস্পতিবার । ২৪ অক্টোবর ২০১৯। ৮ কাতির্ক ১৪২৬। ২৪ সফর ১৪৪১       

ফেনীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১ জানুয়ারি, ২০১৮ ১২:৩৬ | পড়া যাবে ২ মিনিটেফেনীতে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

ফেনী সদরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন মানিক নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ ও মাদকসহ ১০টি মামলা রয়েছে। আজ সোমবার ভোরে শহরতলির ধর্মপুরী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শ্যুটারগান, একটি বেশি বন্দুক, সাতটি গুলি ও পাঁচটি গুলির খোসা জব্দ করা হয়।


আরো পড়ুন : বন্দুকযুদ্ধ নিয়ে পুলিশের ভাষ্যই


র‌্যাব ৭, ফেনীর অধিনায়ক সাফায়েত জামিন ফাহিম গণমাধ্যমকে জানান, মাদক ব্যবসায়ীরা একটি অবৈধ চালান নিয়ে ধর্মপুরী এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি ছোড়ে।


আরো পড়ুন : সকালে 'গণপিটুনি' রাতে 'বন্দুকযুদ্ধ'


র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে আনোয়ার হোসেন মানিক নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে বেশ কিছু অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, নিহত মানিকের নামে হত্যা, ধর্ষণ ও মাদকসহ ১০টি মামলা রয়েছে।

 

মন্তব্যসাতদিনের সেরা