kalerkantho

বৃহস্পতিবার । ২২ আগস্ট ২০১৯। ৭ ভাদ্র ১৪২৬। ২০ জিলহজ ১৪৪০

চাঁদপুরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি   

১৫ ডিসেম্বর, ২০১৭ ২০:২৭ | পড়া যাবে ১ মিনিটেচাঁদপুরে হেফাজতের বিক্ষোভ সমাবেশ

ছবি : কালের কণ্ঠ

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা শহরের বাইতুল আমিন মসজিদের সামনে সমাবেশ শেষে এই বিক্ষোভ মিছিল বের হয়। এর আগে শহরের বিভিন্ন মসজিদ থেকে খন্ড খন্ড মিছিল এসে সেখানে জড়ো হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে চিত্রলেখা সিনেমা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন, চাঁদপুরে হেফাজত নেতা, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আনোয়ারুল করিম, বোবহান উদ্দিন সিদ্দিক এবং মাওলানা মাহমুদুর রহমান প্রমুখ।

বক্তরা, জেরুজালেমকে পবিত্র রাখার লক্ষ্যে বিশ্ব মুসলিমের ঐক্য কামনা করে এবং ফিলিস্তিনির রাজধানীর ঘোষণার দাবী জানান। হেফাজতে ইসলাম বাংলাদেশ, চাঁদপুর জেলা শাখা এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

মন্তব্যসাতদিনের সেরা