kalerkantho

রবিবার। ১৮ আগস্ট ২০১৯। ৩ ভাদ্র ১৪২৬। ১৬ জিলহজ ১৪৪০

নীলফামারীতে প্রথম বারের মতো বৃহৎ বইমেলা

নীলফামারী প্রতিনিধি   

৭ ডিসেম্বর, ২০১৭ ২২:২১ | পড়া যাবে ২ মিনিটেনীলফামারীতে প্রথম বারের মতো বৃহৎ বইমেলা

ছবি : কালের কণ্ঠ

নীলফামারীতে আজ শুক্রবার শুরু হবে প্রথম বারের মতো বৃহৎ পরিসরে সাতদিনের বইমেলা। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে জাতীয় গ্রন্থ কেন্দ্রের উদ্যোগে ওই মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। সকাল ১১টার দিকে নীলফামারী বড়মাঠে আয়েজিত মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মো. নজরুল ইসলাম।

তিনি জানান, আগামী চার মাসের মধ্যে দেশের প্রতিটি বিভাগের দুটি করে জেলায় মোট ১৬টি বই মেলা অনুষ্ঠিত হবে। সস্কৃতিমন্ত্রণালয়ের অর্থায়নে জাতীয় গ্রন্থ কেন্দ্রের সহযোগিতায় এসব মেলার আয়োজন করবে সংশ্লিষ্ট জেলা প্রশাসন। নীলফামারী জেলার বই মেলার উদ্বোধনের মধ্য দিয়ে এটির সূচনা ঘটবে।

তিনি বলেন, সৃজনশীল প্রকাশনা প্রান্তিক পর্যায়ের মানুষের হাতে তুলে দেওয়াই ওই মেলার মূল লক্ষ্য। এসব মেলায় দেশের জাতীয় পর্যায়ের ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এছাড়াও বাংলা একাডেমীসহ ছয়টি সরকারী প্রতিষ্ঠান ও বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। প্রতিটি মেলা আয়োজিত হবে সাত দিনের জন্য। 

জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীমের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শাহীনুর আলম, সংস্কৃতিক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ফরিদ উদ্দিন, গোলাম নবী হাওলাদার।

মন্তব্যসাতদিনের সেরা