kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

ফরিদপুরে যুব সমাবেশে স্থানীয় সরকার মন্ত্রী

'শেখ হাসিনা দেশকে অনন্য অবস্থানে নিয়ে গেছে'

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

৩০ নভেম্বর, ২০১৭ ২০:১৮ | পড়া যাবে ২ মিনিটে'শেখ হাসিনা দেশকে অনন্য অবস্থানে নিয়ে গেছে'

ছবিঃ কালের কণ্ঠ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহ্য অর্জন করে বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য অবস্থানে নিয়ে গেছে। সারা বিশ্বের ১৭০টি দেশের রাষ্ট্রনায়কের মধ্যে সততায় তৃতীয় অবস্থানে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাঙালি জাতির গর্ব। সুশাসনের ক্ষেত্রে সারা বিশ্বে পঞ্চম। সারা বিশ্ব প্রধানমন্ত্রীকে সম্মান দিচ্ছে। আর অন্য দলের নেত্রীরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন।

ফরিদপুর শহরের জনতা ব্যাংক মোড়ে আওয়ামী যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে জেলা যুবলীগ আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ২০১৮ সালের শেষের দিকে যে নির্বাচন তাতে আপনারা ফের আওয়ামী লীগকে ক্ষমতায় আনবেন। আওয়ামী লীগের সামনে দাঁড়ানোর শক্তি অন্য কারো নাই। 

জেলা যুবলীগের আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ-এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহ্তেশাম হোসেন বাবর, আব্দুর রাজ্জাক মোল্লা, নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক জাহিদ ব্যাপারী, শামসুল আলম চৌধুরী, সৈয়দ সোহেল রেজা বিপ্লব, চৌধুরী বরকত ইবনে সালাম।

সমাবেশের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে বাউল শিল্পী ফকির শাহাবুদ্দিন ও শাহনেওয়াজ বেলী সঙ্গীত পরিবেশন করেন।

মন্তব্যসাতদিনের সেরা