kalerkantho

বুধবার । ২১ আগস্ট ২০১৯। ৬ ভাদ্র ১৪২৬। ১৯ জিলহজ ১৪৪০

গাজীপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু

কালের কণ্ঠ অনলাইন   

২১ অক্টোবর, ২০১৭ ১৩:২৩ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরে দেয়াল ধসে শিশুর মৃত্যু

গাজীপুর মহানগরের বসুগাঁও এলাকায় মাটির দেয়াল ধসে জাহিদ হোসেন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের মা ও খালাও।

নিহত জাহিদ কিশোরগঞ্জের বাজিতপুর থানার পাতালচর এলাকার সুমন মিয়ার ছেলে। আহতরা হলেন জাহিদের মা রীনা আক্তার (২২) ও খালা রুনা আক্তার (১৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদ তার মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল শুক্রবার রাতে মা ও খালার সাথে নানার বাড়িতে টিনের বেড়া ও চাল দিয়ে তৈরি একটি কক্ষে ঘুমায়। দিবাগত রাত ৩টার দিকে তাদের পাশের রমিজ উদ্দিনের বাড়ির মাটির ঘরের দেয়াল ধসে সেই কক্ষে ওপর পড়ে। এতে মাটি চাপা পড়ে জাহিদ ঘটনাস্থলেই মারা যায় এবং তার মা ও খালা আহত হন। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

হতাহতের সত্যতা নিশ্চিত করে স্থানীয় সংরক্ষিত মহিলা ওয়ার্ড কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্যসাতদিনের সেরা