kalerkantho

বৃহস্পতিবার । ১৪ নভেম্বর ২০১৯। ২৯ কার্তিক ১৪২৬। ১৬ রবিউল আউয়াল ১৪৪১     

পাঁচ হাজার পিস ইয়াবা ও ২৪ কেজি গাঁজা উদ্ধার

জামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫

জামালপুর প্রতিনিধি    

১৩ অক্টোবর, ২০১৭ ১৮:০৯ | পড়া যাবে ২ মিনিটেজামালপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৫

জামালপুরের সাত থানার পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৭৫ জনকে আটক করেছে। একই রাতে জামালপুর ডিবি পুলিশ শহরের ভোকেশনাল মোড়ে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে এবং মেলান্দহ থানা পুলিশ ২৪ কেজি গাঁজাসহ এক নারীকে আটক করেছে আজ শুক্রবার দুপুরে।

জামালপুর সদর থানার ওসি নাসিমুল ইসলাম জানান, ডিবি পুলিশ শহরের ভোকেশনাল মোড়ে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করে। ইয়াবাসহ আটক ইসলামপুর উপজেলার কিংজাল্লা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আল আমিন ও ময়মনসিংহের ভাটিকাশর এলাকার সাত্তার মিয়ার ছেলে  সুজন মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে তাদেরকে আদালতে পাঠিয়েছে।

অপরদিকে, মেলান্দহ থানার ওসি মাজহারুল করিম জানান, মেলান্দহের ফুলকোচা ইউনিয়নের জগতপাট্টা গ্রামে আজ শুক্রবার দুপুরে বিশেষ অভিযান চালিয়ে জগতপাট্টা গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. সুজনের বসতঘরের মেঝের মাটি খুড়ে ২৪ কেজি গাঁজাভর্তি তিনটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মো. সুজনের স্ত্রী রিক্তা বেগমকে আটক করা হয়েছে। এর আগে গত ৪ অক্টোবর রিক্তার স্বামী সুজনকে আট কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 

মন্তব্যসাতদিনের সেরা