kalerkantho

বৃহস্পতিবার  । ১৭ অক্টোবর ২০১৯। ১ কাতির্ক ১৪২৬। ১৭ সফর ১৪৪১       

কুমিল্লা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫

নিজস্ব প্রতিবেদক,কুমিল্লা    

২০ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৪৬ | পড়া যাবে ১ মিনিটেকুমিল্লা ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫

কুমিল্লা ইপিজেডে একটি স্পোর্টসওয়্যার কারখানার শ্রমিকদের সাথে পুলিশ ও আনসারের সংঘর্ষ হয়েছে। এ সময় এক পুলিশসহ ৫ জন শ্রমিক আহত হয়েছেন। আজ বুধবার বকেয়া বেতনের দাবিতে দিনভর কারখানায় কর্ম বিরতির পর সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

শ্রমিকরা জানান, কুমিল্লা ইপিজেডের ওয়ারসিস হাইটেক স্পোর্টসওয়্যার লিমিটেডের শ্রমিকরা গত ৬৮ দিন ধরে বেতন পাচ্ছেন না। ঈদের আগে অর্ধেক বেতন দেয়া হলেও গত ১২ সেপ্টেম্বও বাকি বেতন দেয়ার কথা। কিন্তু এই সময়ে বেতন না দিয়ে ২৮ সেপ্টেম্বর বেতন দেয়ার কথা বলে। 

এতে ক্ষুব্ধ শ্রমিকরা আজ বুধবার সারাদিন কর্মবিরতি পালন করে। সন্ধ্যায় এ নিয়ে প্রথমে ইপিজেডের আনসারদের সাথে এবং এর পুলিশের সাথে শ্রমিকদের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশসহ ৫ জন আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং শ্রমিকদের সাথে সমঝোতার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। 

মন্তব্যসাতদিনের সেরা