kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

রিক্সা শ্রমিকদের সচেতনতা বাড়াতে বরগুনায় কমিউনিটি পুলিশের সমাবেশ

বরগুনা প্রতিনিধি   

১ সেপ্টেম্বর, ২০১৬ ১৯:১৮ | পড়া যাবে ১ মিনিটে
রিক্সা শ্রমিকদের সচেতনতা বাড়াতে বরগুনায় কমিউনিটি পুলিশের সমাবেশ

শব্দ দূষন রোধ, নির্ধারিত ভাড়ায় আইন মেনে রিক্সা চালনা, ও যাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণ বিষয়ে বরগুনার সকল রিক্সাচালকদের নিয়ে সচেতনতামূলক এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা পুলিশের সহযোগিতায় পৌর কমিউনিটি পুলিশিং-এর উদ্যোগে স্থানীয় সার্কিট হাউজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।

পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ড. মোহাঃ বসিরুল আলম। সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, পৌরসভার মেয়র মোঃ সাহাদাত হোসেন।

সমাবেশে শব্দ দূষন রোধ, রাস্তার নিয়ম মেনে নির্ধারিত ভাড়ায় রিক্সা চালনা ও যাত্রীদের সাথে সৌজন্যমূলক আচরণ নিশ্চিৎ করতে করনীয় বিষয়ে আলোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। একই সময়ে স্থানীয় সকল মাদককারবারীদের বিষয়ে গোপন তথ্য দিতে জেলা পুলিশের পক্ষ থেকে রিক্সা শ্রমিকদের আহবান জানানো হয়। সমাবেশে সহস্রাধিক রিক্সা শ্রমিক অংশ নেন। সমাবেশ শেষে স্থানীয় প্রতিবন্ধী যুবক কামাল হোসেনকে একটি নতুন রিক্সা প্রদান করে জেলা পুলিশ।

মন্তব্যসাতদিনের সেরা