kalerkantho

মঙ্গলবার । ১ আষাঢ় ১৪২৮। ১৫ জুন ২০২১। ৩ জিলকদ ১৪৪২

কেন্দুয়ায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

হাওরাঞ্চল প্রতিনিধি   

১৪ জানুয়ারি, ২০১৬ ১৮:৫৬ | পড়া যাবে ১ মিনিটেকেন্দুয়ায় অটোরিকশা চাপায় শিশুর মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় অটোরিকশার চাপা পড়ে জনি আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি উপজেলার মাসকা ইউনিয়নের আউজিয়া গ্রামের আব্দুল ওয়াদুদের মেয়ে।  বৃহস্পতিবার সকালে কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শিশু জনি আক্তার গ্রামের পাশের কেন্দুয়া-আঠারবাড়ি সড়কের কাঁঠালতলা মোড় নামক স্থানে খেলা করছিল। এ সময় যাত্রীবাহী একটি অটোরিকশা শিশুটিকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে আহত শিশু জনিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) অভিরঞ্জন দেব জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।সাতদিনের সেরা