kalerkantho

শুক্রবার । ২ ডিসেম্বর ২০২২ । ১৭ অগ্রহায়ণ ১৪২৯ ।  ৭ জমাদিউল আউয়াল ১৪৪৪

নারায়ণগঞ্জে বুধবার থেকে শাস্ত্রীয় সংগীত সম্মিলন শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি   

৩০ নভেম্বর, -০০০১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারায়ণগঞ্জে বুধবার থেকে শাস্ত্রীয় সংগীত সম্মিলন শুরু

আজ বুধবার থেকে নারায়ণগঞ্জে শুরু হচ্ছে শাস্ত্রীয় সংগীত সম্মিলন শুরু হচ্ছে। শাস্ত্রীয় সংগীতভিত্তিক সংগঠন লক্ষ্যাপার আয়োজিত এই অনুষ্ঠান চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। কাল সকালে নারায়ণগঞ্জ হাইস্কুলে দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে লাঠিখেলা, দাড়িয়াবান্ধা খেলা, হা-ডু-ডু খেলা, গোলটেবিল বৈঠক ও শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা।
আগামীকাল নারায়ণগঞ্জ ক্লাব কনভেনশন সেন্টারে রাতভর অনুষ্ঠানে থাকছে শাস্ত্রীয়বৃন্দ গান, শাস্ত্রীয় সংগীত প্রণোদনা বৃত্তি ও পুরস্কার প্রদান, আজীবন সম্মাননা প্রদান, ও শাস্ত্রীয় সংগীত পরিবেশন।

বিজ্ঞাপন


'লক্ষ্যাপার'-এর সমন্বয়ক অসিত কুমার জানান, প্রথম দিনের (বুধবার) বঙ্গীয় ঐতিহ্য উৎসব 'বাহিরানা' উৎসর্গ করা হচ্ছে লোক ও শাস্ত্রীয় সংগীতের অমর শিল্পী পণ্ডিত রামকানাই দাশকে। পরের দিন (বৃহস্পতিবার) উপ-মহাদেশীয় ঐতিহ্য উৎসবটি উপ-মহাদেশীয় শাস্ত্রীয় সংগীত জগতে বাংলার শ্রেষ্ঠ প্রতিনিধি উস্তাদ আলাউদ্দিন খানকে উৎসর্গ করা হবে।


সাতদিনের সেরা