kalerkantho

রবিবার। ২২ ফাল্গুন ১৪২৭। ৭ মার্চ ২০২১। ২২ রজব ১৪৪২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ফারজানা ইসলাম

জাবি প্রতিনিধি   

২ মার্চ, ২০১৪ ১৫:১১ | পড়া যাবে ১ মিনিটেউপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ফারজানা ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন ড. শরীফ এনামুল কবিরপন্থী শিক্ষক প্যানেলের নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন আবুল হোসেন। আজ রবিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দীক এ তথ্য কালের কণ্ঠকে জানান।
শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে, অধ্যাপক ফারজানাকে চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  একই আদেশে অধ্যাপক এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্যানেল নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করেছিল সাবেক উপাচার্য  ড. শরীফ এনামুল কবিরপন্থী শিক্ষকদের প্যানেল। সর্বাধিক ৪০ ভোট পেয়ে নির্বাচনে প্রথম হয়েছিলেন নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফারজানা ইসলাম। একই প্যানেল থেকে ৪০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আবুল হোসেন।

মন্তব্যসাতদিনের সেরা